নির্বাচন সামগ্রী ছিনতাই, নোয়াখালীর এক কেন্দ্রে ভোট স্থগিত
নোয়াখালী-৩ আসনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোটের আগের রাতেই নির্বাচনী সামগ্রী ছিনতাই হয়ে যাওয়ায় কেন্দ্রটির ভোট স্থগিত করা হয়।
পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, দুর্বৃত্তরা নির্বাচনের সমস্ত মালামাল ছিনতাই করে নিয়ে যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
নির্বাচনের উপকরণ না আসা পর্যন্ত এই কেন্দ্রে ভোট স্থগিত থাকবে, যোগ করেন তিনি।
Comments