ভোটাররা ভোট দিতে পারলে ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য: ফখরুল
ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আজ জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছে এই জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁওয়ে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়েই অবশ্য অনিয়মের অভিযোগ তুলেন মির্জা ফখরুল। তিনি বলেন, সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখতে তিনি নিজে সেখানে যাওয়ার কথা জানান সাংবাদিকদের।
জয়লাভের আশার কথা জানিয়ে ফখরুল বলেন, ভোটাররা যেভাবে আসছেন- আমরা সব সময়ই বলেছি ভোটাররা ভোট দিতে পারলে একটা ভোট বিপ্লব ঘটবে। এক্ষেত্রে ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য হবে।
সকাল থেকে দেশের কোথাও থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর পাননি উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা চাই ভোটাররা ভোট দিক। ভোট দিতে পারলেই তাদের যে আশা সেটা তারা পূরণ করতে পারবেন সেখান থেকেই গণতন্ত্রের বিজয় সূচিত হবে।
Comments