ভোটগ্রহণ সম্পন্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সম্পন্ন হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মধ্যাহ্নভোজের বিরতি নেওয়ার খবর জানিয়েছেন আমাদের সংবাদদাতারা।
৩০ ডিসেম্বর ২০১৮, সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। ছবি: আরমান হোসেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সম্পন্ন হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মধ্যাহ্নভোজের বিরতি নেওয়ার খবর জানিয়েছেন আমাদের সংবাদদাতারা।

৩০০ আসনের মধ্যে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হয়। স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি।

নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আশা প্রকাশ করলেও সারাদেশে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অনিয়মের অভিযোগ তুলে বিরোধীদল এবং স্বতন্ত্র প্রার্থীদের অন্তত ৪৫ জন নির্বাচন বর্জন করেছেন বলে জানান আমাদের সংবাদদাতারা।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী দেশে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে ৬ লাখ ৮ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এবার ভোটে রিটার্নিং অফিসার হিসেবে ৬৬ জন দায়িত্বপালন করছেন। এরমধ্যে দুইজন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জন জেলা প্রশাসক।

এবার মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন।

৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭ হাজার ৩১২টি ভোটকক্ষে ভোটের আয়োজন করা হয়।

ইসিতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সবগুলো দলই অংশগ্রহণ করছে।

নির্বাচন উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে ভোটের দিন দিবাগত মধ্যরাত পর্যন্ত বেবি ট্যাক্সি/অটোরিকশা/ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক, টেম্পোসহ স্থানীয় যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই নিষেধাজ্ঞা রয়েছে নৌযান চলাচলের ওপর।

এছাড়াও শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে ১ জানুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত মোট চারদিন সারাদেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা রয়েছে। তবে ইসির স্টিকার লাগানো মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago