বাংলাদেশ সীমান্ত থেকে ৩১ রোহিঙ্গাকে ফেরত নিয়েছে ভারত

ভারতীয় কর্তৃপক্ষ ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্ত থেকে ফিরিয়ে নিয়েছে। তারা বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্তে চারদিন যাবত বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু, বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাদের জিরো লাইন অতিক্রমে বাঁধা দেয়।
rohingyas
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলি সীমান্তের শূন্যরেখায় একদল রোহিঙ্গা শরণার্থীকে রেখে বিএসএফ তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ছবি: স্টার ফাইল ফটো

ভারতীয় কর্তৃপক্ষ ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্ত থেকে ফিরিয়ে নিয়েছে। তারা বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্তে চারদিন যাবত বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু, বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাদের জিরো লাইন অতিক্রমে বাঁধা দেয়।

গত ২১ জানুয়ারি বিজিবি’র পূর্বাঞ্চলীয় ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কমান্ডার সীমান্তরক্ষী লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির ঢাকায় এসে টেলিফোনে বাসসকে জানান, “ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) তাদেরকে আমাদের এলাকায় ঠেলে দেওয়ার চেষ্টা চালায় কিন্তু এক পর্যায়ে তারা তাদের ফিরিয়ে নিয়ে যায়।”

তিনি বলেন, বিজিবি ভারতীয় পক্ষের সঙ্গে ভারতে দুই দফা আলোচনা চালায়। তারা বলার চেষ্টা করে যে, ‘রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে করেছে আমরা তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাই কারণ তারা ভারতীয় শরণার্থী কার্ডধারী।”

কবির বলেন, “আমরা বিএসএফকে একথাও বলি তারা যদি বাংলাদেশি হয়ে থাকে তাদের প্রকৃত পরিচয় বের করে আপনাদের দেশের আইনে অন্যায়ভাবে সীমান্ত অতিক্রমের জন্য তাদের বিচরের আওতায় আনা হোক।”

প্রতিবেশী বাসিন্দারা বলেন, “বিএসএফ-এর লোকেরা সকাল সাড়ে ১০টায় প্রচণ্ড শীতে জিরো লাইন অতিক্রম করতে গিয়ে যখন নিস্তেজ হয়ে পড়ে তখন তাদের মূল ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।”

সাম্প্রতিক গণমাধ্যমের খবরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়া প্রায় ১,৩০০ রোহিঙ্গা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করেছে বলে জানানোর পর এ ঘটনা ঘটলো।

কবির জানান, বিজিবি জানতে পারে যে, কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভারতের জম্মু-কাশ্মিরের শরণার্থী শিবির থেকে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ দক্ষিণাঞ্চলীয় কক্সবাজার জেলায় বর্তমানে ১০ লাখের বেশি নির্যাতিত রোহিঙ্গাকে শরণার্থী শিবিরে আশ্রয় প্রদান করেছে।

আরও পড়ুন: ভারত রোহিঙ্গাদের জন্যে ঘর তৈরি করছে মিয়ানমারে, পাঠাচ্ছে বাংলাদেশে!

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

1h ago