ঠাকুরগাঁওয়ে ‘বিজিবির গুলিতে’ ৩ গ্রামবাসী নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্ত এলাকায় গ্রামবাসীর ওপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে তিনজন নিহত ও আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এলাকাবাসী।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গ্রামবাসীর ওপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে তিনজন নিহত ও আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এলাকাবাসী।

তবে বিজিবির তরফ থেকে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায় নিহতদের পরিচয় সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে তারা জেনেছেন যে তারা হলেন, নবাব (৩৫), সাদেক (৪৫) ও জয়নাল (১৪)। হরিপুর উপজেলার রুহিয়া গ্রামে তাদের বাড়ি।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে জয়নাল এবারের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুস দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে বহরমপুর গ্রামে হবিবুর রহমান নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৮ থেকে ১০ জন বিজিবি সদস্য চারটি গরু নিয়ে যাওয়ার সময় সমস্যার সূত্রপাত হয়। বিজিবির সন্দেহ ছিল, গরুগুলোকে পাচার করে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

এই খবর পেয়ে রুহিয়া ও বহরমপুর গ্রামের লোকজন বিজিবি সদস্যদের পিছু নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, বিতণ্ডার এক পর্যায়ে বিজিবি গ্রামবাসীর ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও আরও অন্তত পাঁচ জন আহত হন।

প্রত্যক্ষদর্শী কুদ্দুসের বক্তব্য অনুযায়ী, আহতদের দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জয়নাল মারা যায়।

এ ব্যাপারে বিজিবি ব্যাটালিয়ন-৫০ এর কমান্ডিং অফিসার লে. ক. তুহিন মোহাম্মদ মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, “জব্দ করা গরু নিয়ে ফেরার সময় বিজিবি সদস্যরা ধারালো অস্ত্রের আক্রমণের মুখে গুলি চালায় বলে আমরা শুনেছি। এই ঘটনায় দুজন প্রাণ হারিয়েছে।”

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago