জিদানকেই সবকিছু দিয়েছেন মার্সেলো

রিয়াল মাদ্রিদে মাত্র আড়াই বছর কোচিং করিয়েছেন জিনেদিন জিদান। আর স্বল্প এ সময়ে যা করেছেন তা ফুটবল ইতিহাসে করতে পারেননি আর কেউই। আড়াই বছরেই তিন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। মূলত এ সময়ে দলের খেলোয়াড়দের কাছ থেকে সেরটাই বের করে নিয়েছিলেন এ ফরাসী। আর তা যে করতে পেরেছেন তাই জানালেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো।
ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদে মাত্র আড়াই বছর কোচিং করিয়েছেন জিনেদিন জিদান। আর স্বল্প এ সময়ে যা করেছেন তা ফুটবল ইতিহাসে করতে পারেননি আর কেউই। আড়াই বছরেই তিন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। মূলত এ সময়ে দলের খেলোয়াড়দের কাছ থেকে সেরটাই বের করে নিয়েছিলেন এ ফরাসী। আর তা যে করতে পেরেছেন তাই জানালেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো।

রিয়াল মাদ্রিদে প্রায় এক যুগ ধরে খেলছেন মার্সেলো। ২০০৭ সালের জানুয়ারিতে ফ্যাবিও ক্যাপেলোর অধীনে ক্যারিয়ার শুরু করেন। তবে ২০০৯ সালে ম্যানুয়েল পেল্লেগ্রিনির সময় থেকে নিয়মিত দলে খেলার সুযোগ পান তিনি। লম্বা ক্যারিয়ারে অনেক অর্জনই করেছেন মার্সেলো। নিজেকে রিয়ালের অবিচ্ছেদ্য অংশে পূরণ করেছেন। কিন্তু জিদানের অধীনেই সেরা খেলাটা খেলেছেন বলে জানান তিনি।

সাবেক বস কে নিজের সবটা উজাড় করে দিয়েছেন জানিয়ে স্প্যানিশ গণমাধ্যম এসপোর্তে ইন্তারাতিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ব্রাজিলিয়ান বলেছেন, ‘জিজু আমার প্রতি খুবই সদয় ছিল। সে পেশাদার এবং আমি তার জন্য সবকিছুই করেছিলাম। আমি দৌড়েছি, যুদ্ধ করেছি এবং ইনজুরি নিয়েও খেলেছি। কার্যকরী ভাবে আমি তাকে আমার সবকিছু দিয়েছি।’

কিন্তু এমন দারুণ ঈর্ষনীয় সাফল্যের পরও রিয়ালে থাকেননি জিদান। হুট করে কোচিং ছেড়ে দেওয়াটা তাই বিস্ময় জাগিয়েছে সবার জন্য। অবাক হয়েছেন মার্সেলোও, ‘এটা খুবই বিস্ময়কর ছিল কারণ সব কিছুই দারুণ যাচ্ছিল। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। আমরা নিয়মিত কথা বলতাম। তার আমার প্রতি আগ্রহ ছিল এবং সে আমার উপর নির্ভরও করত।’

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

3h ago