পুরান ঢাকার রাসায়নিক গুদাম না সরানো দুঃখজনক: প্রধানমন্ত্রী

Sheikh Hasina
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

রাজধানীর পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম না সরানোকে দুঃখজনক বলে মন্তব্য করে সেগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে সম্পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, “বারবার অভিযান পরিচালনা করার পরেও এখনও সেখানে রাসায়নিকের গুদাম রয়েছে, যা দুঃখজনক।”

ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাঃ সামান্তা লাল সেনের বরাতে আমাদের সংবাদদাতা জানান, সকাল ১০টায় বার্ন ইউনিটে পৌঁছানোর পর অগ্নিদগ্ধদের সর্বশেষ অবস্থা ও তাদের চিকিৎসার বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এ সময় অগ্নিদগ্ধদের যথোপযুক্ত চিকিৎসা দিতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

Sheikh Hasina
বার্ন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তিদের স্বজনকে সান্ত্বনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বিনামূল্যে অগ্নিদগ্ধদের চিকিৎসা এবং নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন।

Comments

The Daily Star  | English

Two loud explosions heard in Iran capital: AFP

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

8h ago