রিয়ালে ফিরতে সমস্যা নেই মরিনহোর
আবারো রিয়াল মাদ্রিদে ফিরতে যাচ্ছেন সাবেক কোচ হোসে মরিনহো। ফুটবল পাড়ায় এ গুঞ্জন বেশ চড়া। আর সে গুঞ্জনকে আরও উস্কে দিয়েছেন এ পর্তুগিজ কোচ। রিয়াল চাইলে তার ফিরতে কোন সমস্যাই নেই বলে জানালেন তিনি। বিইন স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে এমনটাই বলেছেন স্পেশাল ওয়ান।
চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না রিয়ালের। জুলেন লোপেতেগির অধীনে মৌসুমের শুরু থেকেই ধুঁকেছে দলটি। যার কারণে ছাঁটাই হয়েছেন তিনি। এরপর অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনেও সুবিধাজনক অবস্থানে নেই দলটি। চলতি মৌসুমে তিনটি এল ক্লাসিকোতেই হেরেছে তারা। শেষ ক্লাসিকোর দ্বিতীয়ার্ধে তাই সমর্থকরা মরিনহো, মরিনহো বলেই চিৎকার করেছেন।
‘আমার জীবনের অন্যতম সেরা অনুভূতি ছিল যখন আমি চেলসিতে ফিরেছিলাম। যখন সমর্থক আবার আপনার নামে জয়ধ্বনি তোলে তখন বুঝতে হবে তারা আপনাকে স্বাগত জানাচ্ছে। এটা সত্যিই দারুণ অনুভূতি। তাই রিয়ালে ফিরতে আমার কোন সমস্যা নেই।’ - বিইন স্পোর্টসকে এমনটাই বলেছেন মরিনহো।
‘যে ক্লাব আপনি আগে পরিচালনা করেছেন সে ক্লাব যদি আপনাকে আবার চায়, এটা অবশ্যই আপনাকে গর্বিত করবে। তারা অনেক বড় দল। তাদের ১৩টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইতিহাস রয়েছে। আপনি যদি দেখেন শেষ পাঁচ বছরে তারা যা করেছে এটাকে অবিশ্বাস্য ছাড়া কি বলবেন।’ – যোগ করে আরও বলেন মরিনহো।
প্রথমবার রিয়ালে যাওয়ার অনুভূতিও প্রকাশ করেন মরিনহো, ‘আমি যখন রিয়ালে যোগ দিয়েছিলাম আমার প্রথম উদ্দেশ্য ছিল বার্সেলোনার কর্তৃত্ব আটকানো। মাদ্রিদ তখন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও যেতে পারতো না। কোচ হিসেবে এটা আমার খুব বড় কৃতিত্ব যে আমি লিগ শিরোপা জিতেছি। তবে প্রত্যেক কোচকে চ্যাম্পিয়ন্স লিগ জিতার ক্ষুধা থাকতে হয়।’
২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন বছর রিয়ালের কোচ ছিলেন মরিনহো। তবে আশানুরূপ সাফল্য পাননি বলেই ছাঁটাই হয়েছেন। তিন বছরে শিরোপা জিতেছেন ৩টি। একটি লা লিগা, একটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কোপা। এরপর চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেন তিনি। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় এ দুই ক্লাব থেকেও ছাঁটাই হন।
Comments