চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ডাচ ক্লাব আয়াক্স আমষ্টারডামকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। অন্যদিকে লিওনেল মেসির বার্সেলোনা মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের।
সুইজারল্যান্ডের নিওঁতে শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। তাতে ইংলিশ ক্লাব লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালের ক্লাব পোর্তকে। আর দুই ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার-ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিজেদের।
শেষ চারে উঠার প্রথম লেগ হবে ৯ ও ১০ এপ্রিল। ৯ এপ্রিল লিভারপুল-পোর্ত আর টটেনহ্যাম ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে। ১০ এপ্রিল আয়াক্সের সঙ্গে খেলবে জুভেন্টাস। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচ বার্সেলোনার।
১৬ ও ১৭ এপ্রিল হবে দ্বিতীয় লেগ। ১৬ এপ্রিল জুভেন্টাস-আয়াক্স ও বার্সেলোনা ম্যানইউ ম্যাচ। ১৭ এপ্রিল পোর্তো-লিভারপুল এবং টটেনহ্যাম হটস্পার-ম্যানচেস্টার সিটি ম্যাচ দিয়ে শেষ হবে কোয়ার্টার ফাইনাল।
বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে বিজয়ী দল সেমি-ফাইনালে খেলবে লিভারপুল ও পোর্তোর মধ্যে বিজয়ীদের সঙ্গে। আর ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের মধ্যে বিজয়ীরা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আয়াক্স ও জুভেন্টাসের মধ্যে বিজয়ীদের সঙ্গে।
সেমিফাইনালের প্রথম লেগ হবে ৩০ এপ্রিল ও ১ মে।
Comments