যেন ঘরে ফিরে এসেছি: জিদান
ঠিক কি কারণে হুট করে রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। ক্রিস্তিয়ানো রোনালদোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, দলকে সাফল্য এনে দিয়েই পর্যাপ্ত সম্মান না পাওয়া, এমন নানা ধরনেই গুঞ্জনই চলছে। তবে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য স্বস্তির খবর আবারো জিনেদিন জিদান ফিরেছেন। এমনকি আগের মতোই সান্তিয়াগো বার্নাব্যুকে নিজের ঘর মনে করছেন এ কিংবদন্তি।
নয় মাস আগে রিয়াল ছেড়েছিলেন জিদান। এরপর বদল হয়েছে দুইজন কোচ। কেউই দলকে আশানুরূপ সাফল্য এনে দিতে পারেননি। বদলে গেছে অনেক কিছুই। মৌসুম শেষ হওয়ার অনেক আগেই জেনে গেছে এ বছর আর শিরোপা পাচ্ছে তারা। এতো কিছুর মধ্যেও একটা জিনিস অনুভব করেছেন জিদান। বার্নাব্যু এখনও যে তার নিজের ঘরের মতোই তা খুব ভালোভাবেই অনুভব করতে পেরেছেন।
ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে জিদান বললেনও এমনটাই, ‘এখানে ফিরতে পেরে অনেক খুশী। এখানে অনেক কিছুই রয়েছে যার পরিবর্তন হয়েছে। তবে একটা জিনিস আগের মতোই আছে সেটা হচ্ছে মনে হচ্ছে আমি যেন ঘরে আছি। আমি এখানে খেলোয়াড় হিসেবে এসেছিলাম। চেষ্টা করেছিলাম আমার সব কাজ ঠিকভাবে করতে। এজন্যই আমি এখানে খুব ভালো বোধ করি। সবকিছু সহজ অনুভব করি।’
আগের দিন সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালে দ্বিতীয় অভিষেক হয়েছে জিদানের। ২-০ গোলের জয় পেয়ে তার দল। ব্যবধান হতে পারতো আরও বড়। তবে আশার কথা বেশ দাপটের সঙ্গেই জিতেছে তার দল। মোট ২২টি শট করতে পেরেছেন তারা। যা কদিন আগেও দলটির জন্য ছিল বেশ কঠিন। তবে উন্নতির আরও অনেক জায়গা দেখছেন জিদান। খুব শীগগিরই আরও ভালো ফলাফল করবে তার দল এমন প্রত্যয়ই ঝড়ে জিদানের কণ্ঠে।
‘আমরা কাজটা ভালো মতোই করেছি। এখন আমাদের সামনে দুই সপ্তাহ আছে পরের ম্যাচের প্রস্তুতি নিতে, যেটা আমাদের জন্য খুবই দারুণ। আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আমি অনুশীলন করাতে পর্যাপ্ত সময় পায়নি। তাদের সঙ্গে কথা বলতে এবং চেষ্টা করতে তাদের মধ্যে কিছু দিতে। যেটা নিশ্চিত সেটা হচ্ছে পরের ম্যাচ যেটা খেলব সেটায় আমরা আরও ভালো খেলতে পারব। এবং মৌসুমের শেষ পর্যন্ত ভালো খেলতে পারব।’ – বললেন জিদান।
Comments