নরসিংদীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
নরসিংদীর রায়পুরা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ (১৯ মার্চ) সকালে এই সংঘর্ষ হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনের বরাত দিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, নিহতরা হলেন- ইকবাল হোসেন (৩০) এবং আমানুল্লাহ মিয়া (২৮)।
ওসি বলেন, “মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে ফারুক ইসলামের সমর্থকদের মধ্যে আজ সকালে এই সংঘর্ষ বাধে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments