রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
রাজধানী ঢাকার ডেমরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, নিহতের নাম মো. ইরান (১৮)। তিনি ডেমরার গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ১০টার দিকে ডেমরার মোস্তফা মাঝির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে জুমার নামাজের পর স্থানীয়রা ডেমরা-রামপুরা সড়ক অবরোধ করে রাখে। বাস ও এর চালককে আটক করা যায়নি বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
Comments