ইংল্যান্ডে ফেরার কোন পরিকল্পনা নেই কৌতিনহোর
মৌসুম শেষে ক্লাব ছাড়ার দ্বার ফিলিপ কৌতিনহোর জন্য উন্মুক্ত করে দিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। আর সে সুযোগটা ভালোভাবেই লুফে নিতে চাইছে ইংল্যান্ডের দলগুলো। বিশেষকরে তাকে পেতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ইংল্যান্ডে ফিরে যাওয়ার কোন ইচ্ছাই নেই এ ব্রাজিলিয়ানের। বার্সেলোনাতেই থাকতে চান তিনি।
বর্তমানে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক প্রকার শিরোপাই নিশ্চিত হয়ে গেছে তাদের। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট উপরে তারা। কোপা দেল রের ফাইনালেও উঠেছে দলটি। প্রতিদ্বন্দ্বী ভ্যালেন্সিয়া। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগেও ভালোভাবেই টিকে আছে দলটি। ভাগ্যটা সুপ্রসন্ন হলে ট্রেবল জিততে পারে দলটি। এ সব টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করতে চান কৌতিনহো এবং জিততে চান সব শিরোপা।
ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌতিনহো বলেন, ‘বার্সেলোনায় এটা আমার দ্বিতীয় মৌসুম। আমি শিরোপা জিতেছি এবং খেলোয়াড় হিসেবে আমি আরও জিততে চাই। আমি স্পেনে ফুটবল খেলতে চাই এবং এখানেই আমি আছি। স্পেনের সেরা দলেই খেলছি। এর বেশি কি চাইতে পারি আমি? বর্তমানে আমার ফোকাস শুধুমাত্র বার্সেলোনাতেই। ইংল্যান্ডে ফিরে যাওয়ার কোন পরিকল্পনাই আমার নেই।’
চলতি মৌসুমে নিজের সেরা ছন্দে নেই কৌতিনহো। এ নিয়ে ব্যাপক সমালোচনাও শুনতে হচ্ছে তাকে। কিন্তু ক্লাব ছাড়ার কোন ইচ্ছেই নেই তার। ২০১৮ এর জানুয়ারিতে ১৪৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন তিনি। প্রথম মৌসুমে ইনজুরির কারণে বেশির সময় ছিলেন মাঠের বাইরে। চলতি মৌসুমে লিগে ২৯টি ম্যাচ খেলে মাত্র ৫টি গোল করেছেন এ ব্রাজিলিয়ান।
Comments