জাহালমকে নিয়ে দুদকের তদন্ত প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট

বিনাদোষে তিনবছর কারাভোগ করা নিরীহ পাটকল শ্রমিক জাহালমের কারাভোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট।
jahalam
বিনাদোষে তিনবছর কারাভোগ করেন নিরীহ পাটকল শ্রমিক জাহালম। ছবি: স্টার

বিনাদোষে তিনবছর কারাভোগ করা নিরীহ পাটকল শ্রমিক জাহালমের কারাভোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট।

আগামী ২ মের মধ্যে দুদককে এই তদন্ত প্রতিবেদন আদালতের কাছে জমা দিতে বলা হয়েছে।

আজ (১৭ এপ্রিল) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জাহালমের কারাভোগ সংক্রান্ত আবেদনের ওপর আজ শুনানি হয়। শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে উদ্দেশ্য করে আদালত বলেন, আগামী ২ মের মধ্যে পুরো তদন্ত প্রতিবেদন প্রস্তুত না করতে পারলেও, যেটুকু সম্পন্ন হবে তা জমা দেবেন।

এসময় খুরশীদ আলম খান আদালতকে জানান যে, জাহালমের ঘটনায় দুদক ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ওই কমিটি প্রতিবেদন জমা দেওয়ার অপেক্ষায় রয়েছে।

Comments

The Daily Star  | English

More than 600 dengue cases reported in a day; 1 more die

The number of dengue cases in the country has crossed 600 in a single day for the first time this year, as experts urge authorities to take urgent measures to control the spread of the disease

1h ago