জাহালমকে নিয়ে দুদকের তদন্ত প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট
বিনাদোষে তিনবছর কারাভোগ করা নিরীহ পাটকল শ্রমিক জাহালমের কারাভোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২ মের মধ্যে দুদককে এই তদন্ত প্রতিবেদন আদালতের কাছে জমা দিতে বলা হয়েছে।
আজ (১৭ এপ্রিল) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জাহালমের কারাভোগ সংক্রান্ত আবেদনের ওপর আজ শুনানি হয়। শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে উদ্দেশ্য করে আদালত বলেন, আগামী ২ মের মধ্যে পুরো তদন্ত প্রতিবেদন প্রস্তুত না করতে পারলেও, যেটুকু সম্পন্ন হবে তা জমা দেবেন।
এসময় খুরশীদ আলম খান আদালতকে জানান যে, জাহালমের ঘটনায় দুদক ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ওই কমিটি প্রতিবেদন জমা দেওয়ার অপেক্ষায় রয়েছে।
Comments