‘দলের সিদ্ধান্তেই সবাই শপথ নিয়েছি’
বিএনপির নির্বাচিত যে চার জন আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তাদের মধ্যে উকিল আব্দুস সাত্তার বলেছেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী আজ তারা শপথ নিয়েছেন।
জাতীয় সংসদ ভবনে আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ গ্রহণের পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত এমপি সাত্তার সাংবাদিকদের এই কথা বলেন।
শপথ নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন উর রশিদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে ও দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা শপথ নিয়েছেন।
তবে সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ না করেই তিনি বলেন, শপথ নেওয়ার জন্য তাদের কারও কারও ওপর সরকারের দিক থেকে চাপ ছিল। তবে ৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল ঘোষণা করে পুনরায় নির্বাচনের যে দাবি ছিল তাতে অনড় রয়েছে বিএনপি।
জাহিদুর রহমানকে দল থেকে বহিষ্কার করার ব্যাপারে তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের আগেই তিনি শপথ নিয়ে ফেলেছেন। এ ব্যাপারে তিনি দলের কাছে ক্ষমা চেয়েছেন। তার ব্যাপারে এখন দল সিদ্ধান্ত নিবে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ না নেওয়ার ব্যাপারে তিনি বলেন, উনি শপথ নিবেন কি নিবেন না সেটি তার ব্যক্তিগত ব্যাপার। দল সিদ্ধান্ত দেওয়ার পরও কেউ নীতিগত কারণে এমনটা করতে পারেন। তার কারণ এই নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই।
শপথ গ্রহণকারীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন উর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুল সাত্তার ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।
বিকেল সোয়া ৫টায় তারা জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী নেতাদের শপথবাক্য পাঠ করান।
এই চার জনের শপথ গ্রহণের মাধ্যমে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসন পূর্ণ হলো।
Comments