খালেদার জামিন নিয়ে কাদেরের সঙ্গে হারুনের আলোচনা
খালেদা জিয়ার জামিনের ব্যাপারে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার জন্য ওবায়দুল কাদেরকে অনুরোধ করেছেন তিনি।
জামিন পেলে বিএনপি চেয়ারপারসন বিদেশে গিয়ে চিকিৎসা করাতে আগ্রহী, গতকাল এমন কথা জানানোর পর আজ বুধবার সচিবালয়ে সেতুমন্ত্রী কাদেরের সঙ্গে দেখা করেন হারুন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করে তার বিদেশে যাওয়ার আগ্রহের কথা সাংবাদিকদের বলেছিলেন তিনি।
খালেদা জিয়ার জামিন বিষয়ে কথা বলেছেন—জানিয়ে হারুনুর রশীদ দৈনিক প্রথম আলোকে বলেন, “গতকাল যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি সেটি মন্ত্রীকে (ওবায়দুল কাদের) অবহিত করলাম। নেত্রীর জামিনের বিষয়টিও জানালাম। এটা তো দীর্ঘদিন ধরে বলে আসছি আমরা। কিন্তু এখন জামিনের বিষয়টি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য বলে এসেছি। ওনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ এবং তাঁর দ্রুত চিকিৎসা প্রয়োজন। তাঁর চিকিৎসার জন্য হলেও জামিন তাড়াতাড়ি করবেন কিনা, এ বিষয়ে জানিয়েছি।”
Comments