‘মজা করে-আম্পায়ারকে গালি দিয়ে’ এক ম্যাচ নিষিদ্ধ নাসির
চলমান জাতীয় ক্রিকেট লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নাসির হোসেন। টানা দুই ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণ করায় এই প্রতীকী শাস্তি পেয়েছেন তিনি, জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার।
ক্রিকেটারদের ধর্মঘটের কারণে দুই দিন পিছিয়ে শনিবার (২৬ অক্টোবর) থেকে মাঠে গড়িয়েছে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে রাজশাহী বিভাগের মুখোমুখি হয়েছে রংপুর বিভাগ। কিন্তু এ ম্যাচে খেলতে পারছেন না রংপুরের অধিনায়ক নাসির। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম।
জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার নাসিরকে নিষিদ্ধ করার বিষয়ে হাবিবুল জানান, ‘প্রথম ম্যাচে বোলিংয়ের সময় সে সিরিয়াস ছিল না। মজা করছিল। দ্বিতীয় ম্যাচে আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারকে গালি দিয়ে বসে। এ কারণে ওকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
এর আগে দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আম্পায়ারকে গালি দেওয়ায় নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও করা হয়েছিল।
তৃতীয় রাউন্ডে প্রথম স্তরের অন্য ম্যাচটির ভেন্যুও কক্সবাজার। সেখানে মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ। দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীতে সিলেট বিভাগের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ এবং বগুড়ায় ঢাকা মেট্রোর প্রতিপক্ষ বরিশাল বিভাগ। তবে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় এই দুটি ম্যাচ এখনও শুরু হয়নি।
Comments