স্যার ফজলে হাসান আবেদকে সর্বসাধারণের শ্রদ্ধা

Sir-Fazle-Hasan-Abed.jpg
২২ ডিসেম্বর ২০১৯, রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। ছবি: স্টার

বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। এজন্য রাজধানীর আর্মি স্টেডিয়ামে সমবেত হয়েছেন তার গুণগ্রাহীরা।

আজ (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্যার ফজলে হাসান আবেদের মরদেহ রাজধানীর আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়। এরপর, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পৃথক প্রতিনিধি দল ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান।

পরে আগত অন্যান্যরা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন। এরপর আর্মি স্টেডিয়ামেই স্যার ফজলে হাসান আবেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Comments