সিলেটে তাসকিনের পাঁচ উইকেট

পাকিস্তান সিরিজের বিবেচনায় ছিলেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে শেষ পর্যন্ত জায়গা হয়নি। মূলত ম্যাচ ফিটনেসের অভাবে বাদ পড়ে যান তিনি। তবে সে ঘাটতি খুব করে পুষিয়ে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। একাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। তার তোপে পড়েই এদিন মাত্র ১৬৯ রানে গুটিয়ে গেছে মধ্যাঞ্চল। প্রথম দিন শেষে মধ্যাঞ্চলের চেয়ে ৮০ রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল।
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে তাসকিন। ছন্দে থাকলে পড়েন ইনজুরিতে। ইনজুরি কাটিয়ে ছন্দ খুঁজে পেতে পেতে আবার পড়েন ইনজুরিতে। বেশ বাজে সময়ই যাচ্ছে তার। তবে বিপিএলের মাঝ পথ থেকেই ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। যদিও ইনজুরির ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি। তারপরও এদিন দুর্দান্ত বোলিং করেছেন এ পেসার।
তবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথম বোলিং নিয়ে প্রতিপক্ষ চাপে ফেলার কাজের শুরুটা করেন সালাহউদ্দিন শাকিল। মোহাম্মদ নাঈমকে ফিরিয়ে দেন খালি হাতে। এরপরই তোপ দাগান তাসকিন। মাত্র ৮ রানেই পড়ে যায় ৪টি উইকেট। এরপরও নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে মধ্যাঞ্চল। এক রকিবুল হাসান ছাড়া আর কোন ব্যাটসম্যানই দায়িত্ব নিতে পারেননি। পঞ্চম উইকেটে শুভাগত হোমের সঙ্গে তার করা ৪৭ রানের জুটিটিই ইনিংসে সর্বোচ্চ। ফলে ১৭০ রানেই গুটিয়ে যায় দলটি।
দলের পক্ষেও সর্বোচ্চ ৭০ রানের ইনিংসটি খেলেন রকিবুল। ১২৭ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে। এছাড়া নয় নম্বরে নামা আরাফাত সানির ব্যাট থেকে আসে ২৫ রান। উত্তরাঞ্চলের পক্ষে ৫৪ রানের খরচায় ৫টি উইকেট পান তাসকিন। ৩৫ রানের বিনিময়ে ২টি শিকার শাকিলের। ১টি করে উইকেট নেন সুমন খান, আরিফুল হক ও এনামুল হক জুনিয়রও।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব ভালো ভালো অবস্থানে নেই উত্তরাঞ্চলও। যদিও শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার রনি তালুকদার ও জুনায়েদ সিদ্দিকি ব্যাট থেকে ৬৯ রানের জুটি। কিন্তু এরপর স্কোরবোর্ডে ১০ রান যোগ করতে ৩টি উইকেট হারালে চাপে পড়ে যায় দলটি। দিনশেষে ৩ উইকেটে ৮৯ রান তুলেছে তারা। নাঈম ইসলাম ১৮ ও মুশফিকুর রহিম ১ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
মধ্যাঞ্চল প্রথম ইনিংস: ৪৮.৫ ওভারে ১৭০ (নাঈম ০, মজিদ ৫, মার্শাল ১, রকিবুল ৭০, তাইবুর ০, শুভাগত ২১, জাকের ১৯, শাহিদুল ৫, সানি ২৫*, মুকিদুল ১১, মোস্তাফিজ ৬; শাকিল ২/৩৫, তাসকিন ৫/৫৪, সুমন ১/৩৫, আরিফুল ১/২৬, এনামুল ১/১৮)।
উত্তরাঞ্চল প্রথম ইনিংস: ৩৬ ওভারে ৮৯/৩ (রনি ১৯, জুনায়েদ ৪৭, মাহিদুল ০, নাঈম ১৮*, মুশফিক ১*; মোস্তাফিজ ১/৪৬, শহিদুল ০/২৭, মুকিদুল ০/৫, সানি ১/৮, শুভাগত ১/১)।
Comments