সব নির্বাচনে অংশ নেবে বিএনপি: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনসহ আগামীতে স্থানীয় সব নির্বাচনেও অংশ নেবে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীতে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা জানান তিনি। নগরীর নসিমন ভবনে মতবিনিময়ের আয়োজন করে চট্টগ্রাম বিএনপি ও এর অঙ্গসংগঠন।
মির্জা ফখরুল বলেন, “আমরা বেশকিছু নির্বাচনে অংশ নেইনি। কিন্তু আমরা বুঝতে পেরেছি সেটি সঠিক সিদ্ধান্ত ছিল না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যাব”।
বিএনপি মহাসচিব এসময় নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ভোটের নামে নাটকের আইনি বৈধতা দিতে সরকার এই নির্বাচন কমিশন গঠন করেছে।
“নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়েছে, আবার তাতে প্রধান নির্বাচন কমিশনারেরই হাতের ছাপ মেলে না” মন্তব্য করেন মির্জা ফখরুল।
সরকার কেবল নির্বাচন ব্যবস্থাই নয় শিক্ষা, স্বাস্থ্য অর্থনীতিসহ সব খাতই ধ্বংস করেছে, যোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জবাবদিহি না থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা জনগণের অর্থ লুট করছে।
Comments