গোপালগঞ্জে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ৫

accident_10_10_0.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার বাসিন্দা বদির (৩০), মিজান (৪৩) ও সুমন (২৮)। নিহত বাকি দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

জানা যায়, আজ সকালে খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনি পরিবহনের একটি বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হয়েছে। নিহত সবাই নসিমনের যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় আহত সাতজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানিয়েছেন, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

Comments

The Daily Star  | English

Newly formed BWTCC starts allocating serials of lighter vessels

The cell also cuts freight rates by up to 5%

1h ago