নারী যাত্রীদের নিরাপত্তায় বাসের জানালা থেকে সরবে বিজ্ঞাপন
নারী যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাসের জানালা থেকে বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে তিনটি পরিবহন কোম্পানি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) এই প্রতিশ্রুতি দিয়েছে তারা।
জানালায় বিজ্ঞাপন মোড়ানো বাস নারী যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ—এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে তদন্ত করে বিআরটিএ। তদন্তের সুপারিশ অনুযায়ী বাসের জানালা থেকে সমস্ত বিজ্ঞাপন সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার গ্রিন ঢাকা, শতাব্দী পরিবহন এবং ঢাকা চাকা বাস মালিকদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে বসে বিআরটিএ। সিদ্ধান্ত অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে বাসের জানালা থেকে বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার কথা জানান তিন পরিবহন কোম্পানির মালিক। বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত বিষয়টি তদারকি করবে।
এছাড়া বাসের গায়ে বিজ্ঞাপন মোড়ানো নতুন সড়ক আইন ২০১৮ এর পরিপন্থী হওয়ায় বিআরটিএ ওই তিন বাস কোম্পানিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Comments