ইস্কাটনে গাড়ির গ্যারেজে আগুন, শিশুসহ নিহত ৩
রাজধানীর ইস্কাটনের দিলু রোডে একটি ভবনের নিচতলায় গাড়ির গ্যারেজে আগুন লেগে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর নয়টি ইউনিট ভোর পৌনে ছয়টার দিকে আগুন নিভিয়ে ফেলেন।
দমকল বাহিনীর তেজগাঁও শাখার জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফয়সালুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে গ্যারেজের পাশের রুমে এবং দুজনের লাশ পাওয়া গেছে তিনতলার সিঁড়িতে।
এছাড়াও, শহিদুল ইসলাম (৪০) ও জান্নাতুল ফেরদৌস (৩৫) নামের দুজন দগ্ধ হয়েছেন এবং তিনজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে জান্নাতুল ফেরদৌসের ৯০ শতাংশ পুড়ে গেছে।
Comments