মানুষের জীবন রক্ষা করা যে কোনো স্বার্থের ঊর্ধ্বে, করোনা নিয়ে রোনালদোর বার্তা
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। ক্রীড়াঙ্গনকেও নাড়িয়ে দিয়েছে কোভিড-১৯ ভাইরাসটি। জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও আছেন কোয়ারেন্টাইনে। জন্মস্থান মাদেইরাতে স্বেচ্ছায় নিজেকে আলাদা করে রেখেছেন তিনি। করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে শঙ্কিত সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চলতে আহ্বান করেছেন তিনি।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো লিখেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ে কতটা উদ্বিগ্ন তিনি, ‘পৃথিবী এখন অত্যন্ত কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এর প্রতি মনোযোগ ও গুরুত্ব দেওয়া। আমি আজ আপনাদের সঙ্গে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে কথা বলছি না, বরং একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে কথা বলছি যে গোটা বিশ্বের আক্রান্ত হওয়ার এই ঘটনা নিয়ে শঙ্কিত।’
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় দেড় লাখ মানুষ। মৃতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে পাঁচ হাজারে পৌঁছেছে। এমন কঠিন পরস্থিতিতে ভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চলতে অনুরোধ করেছেন রোনালদো, ‘আমরা কীভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করব তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা গুরুত্বপূর্ণ।’
For information: https://t.co/rbDpMTcs6s pic.twitter.com/jWzDZX0GJK
— Cristiano Ronaldo (@Cristiano) March 13, 2020
করোনাভাইরাসে স্বজন হারানো ও আক্রান্তদের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড, ‘মানুষের জীবন রক্ষা করা যে কোনো স্বার্থের ঊর্ধ্বে। যারা নিজেদের খুব কাছের মানুষকে হারিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা রইল। আমার সতীর্থ দানিয়েল রুগানির মতো যারা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের সঙ্গে সংহতি জানাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে যারা অন্যদের বাঁচাতে কাজ করে যাচ্ছেন, সেই অসাধারণ স্বাস্থ্যকর্মীদের প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।’
করোনাভাইরাসের কারণে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ স্থগিত করা হয়েছে। আপাতত মাঠে গড়াচ্ছে না উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা ইউরোপা লিগের ম্যাচ। আগামী ২০২২ কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বও পিছিয়ে দেওয়া হয়েছে।
রোনালদোর জুভেন্টাস সতীর্থ দানিয়েল রুগানির শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল খেলোয়াড় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা ও চেলসির মিডফিল্ডার ক্যালাম হাডসন-ওডোইও।
Comments