দেশে নতুন আক্রান্ত ৩, মোট আক্রান্ত ২৭ জন

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তিন জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন।
আজ রোববার এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর নতুন করে ৬৫ জনের নমুনা পরীক্ষা করেছে। এ নিয়ে মোট ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হলো।
নতুন তিন জনসহ মোট সংক্রামিত হয়েছেন ২৭ জন। যার মধ্যে নতুন দুই জনসহ মোট পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন দুই জন।
নতুন সংক্রমিতদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। তাদের মধ্যে দুই জন দেশের বাইরে থেকে এসেছেন, আর অপরজন সংক্রমিত হয়েছেন অন্য রোগীর মাধ্যমে।
নতুন সংক্রমিতদের বয়স ৪০, ৩০ এবং ২০ বছরের ঘরে বলে জানিয়েছেন ডা. সেব্রিনা। তাদের মধ্যে একজনের হাঁপানি ও ডায়াবেটিসের সমস্যা থাকলেও তিন জনই শারীরিকভাবে সুস্থ আছেন বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
Comments