ভূরুঙ্গামারীতে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

সড়ক অবরোধ করে কর্মহীন হয়ে পড়া মানুষের বিক্ষোভ। ছবি: স্টার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষ। আজ রোববার দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের কর্মহীন সহস্রাধিক নারী-পুরুষ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে গাছ ফেলে অবরোধ করেন।

তারা জানান, করোনার কারণে কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত কাজ কর্ম না থাকায় আয় বন্ধ হয়ে গেছে। তাই ঘরে খাবার না থাকায় ত্রাণের দাবিতে জয়মনিরহাট বাসষ্ট্যান্ডে সমবেত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

পরে মিছিলটি উপজেলা সদরের দিকে অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দেয়। বাধার মুখে তারা সেখানেই বসে বিক্ষোভ অব্যাহত রাখেন।

বিক্ষোভকারীদের একজন সালেহা বেওয়া বলেন, ‘হাতে কাজে নেই, বাড়ির বাইরে যেতে পারছি। এদিকে ঘরে খাবার নেই। আমরা কেমন আছি চেয়ারম্যান-মেম্বাররা তার কোন খোঁজ খবর নেন না। এ অবস্থায় কারো কাছে টাকাও চাইতে পারছি না। আমরা কোথায় যাব?’

দিনমজুর মনজুর ইসলাম বলেন, ‘কর্মহীন হয়ে বাড়িতে বসে আছি। কিন্তু, কোনো ত্রাণ সহায়তা পাচ্ছি না। চেয়ারম্যান ও মেম্বারদের কাছের লোক ত্রাণ সহায়তা পাচ্ছেন। সরকারি ত্রাণ সহায়তা না পেলে আমরা বাঁচতে পারবো না। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।’

জয়মনিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সরকার ও স্থানীয় প্রশাসনের সুনাম নষ্ট করতে একটি চক্রের ইন্ধনে এ বিক্ষোভ হয়েছে, কর্তৃপক্ষ বিষয়টির ব্যাপারে খোঁজ রাখছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, সহকারীর কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ভূরুঙ্গামারী সার্কেল এএসপি শওকত আলী, ওসি মুহাম্মদ আতিয়ার রহমান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

7h ago