হবিগঞ্জে চা-বাগানের চিকিৎসকের করোনা শনাক্ত, ১৭ বাড়ি লকডাউন

corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা-বাগানের মেডিকেল অফিসারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

গতবাল বুধবার রাতে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা স্থানীয় চেয়ারম্যানসহ উপস্থিত হয়ে চিকিৎসকের পরিবার ও হাসপাতাল সংশ্লিষ্ট ১৭টি বাড়ি লকডাউন করে দেন। করোনা আক্রান্ত মেডিকেল অফিসার জানান, গত ১ মে রাতে নিজের ঘরে পরিবারের সদস্যদের নিয়ে তারাবি নামাজ পড়ার সময় অসুস্থতা অনুভব করি। পরদিন শনিবার রাতে আবার অসুস্থ বোধ করলে রোববার সকালেই চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে চলে আসি। এখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি। তবে কীভাবে তিনি করোনা আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেননি।

তিনি বলেন, ‘আমি চা-বাগানের বাইরে কোথাও যাইনি।’

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে অবগত করলে আমি ফোর্স নিয়ে সুরমা চা-বাগানে ডাক্তারের বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে তার বাড়ি ও তার পরিবার সংশ্লিষ্ট ৪টি বাড়ি এবং হাসপাতাল সংশ্লিষ্ট ১২টি বাড়িসহ মোট ১৭টি বাড়ি লকডাউন করে দিয়েছি। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন জানান, সুরমা চা-বাগান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে বাগানের ডাক্তারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন এবং সেখানেই পরীক্ষা করিয়েছেন। তাই তাকে ঢাকার করোনা রোগী হিসেবে গণনা করা হবে। উনার কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি। তাই আমাদের হিসাবের মধ্যে উনি আসবেন না।

Comments

The Daily Star  | English

Stocks rebound after three-day fall

Major indices of the stock market in Bangladesh yesterday saw a rebound from three days of constant decline as shares in the large-cap and blue-chip categories performed well amid intense selling pressure..The DSEX, the benchmark index of the Dhaka Stock Exchange (DSE) edged up by 67.58 po

10m ago