সিলেটে করোনা উপসর্গ নিয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু
সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বেসরকারি নিরাপত্তা সংস্থার এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন। আজ শুক্রবার সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ দুপুর সাড়ে ১২ টার দিকে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলার গঙ্গাজল গ্রামে নিজ বাড়িতে মারা যান। তিনি সিলেট শহরে একটি বেসরকারি নিরাপত্তা প্রদানকারী সংস্থার নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতেন।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ‘মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। কিছুদিন আগে তার করোনার উপসর্গ যেমন, জ্বর, সর্দি, কাশি দেখা দেয়। এ অবস্থায়, সিলেটের এক চিকিৎসকের পরামর্শ নেন তিনি। এরপর, হাসপাতালে ভর্তি না হয়ে, তিনদিন আগে গ্রামের বাড়িতে চলে আসেন। এলাকায় আসার পর স্থানীয় স্বাস্থ্যকর্মীরা তাকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে পরামর্শ দেন। আজ দুপুরে তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের সদস্যদের রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, ‘দাফন কাজের জন্য গঠিত কমিটির স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।’
Comments