চাল আত্মসাতে ঠাকুরগাঁওয়ে নারী ইউপি সদস্য বরখাস্ত

সরকারি চাল আত্মসাতের ঘটনায় ঠাকুরগাঁওয়ে এক সংরক্ষিত নারী ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয় বলে জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম।
সাময়িক বরখাস্তকৃত কুলসুম আক্তার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
গত ৯ এপ্রিল বালিয়াডাঙ্গীর বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামে পাঁচটি গোডাউন থেকে ১০ টাকা কেজি ৮৮৯ বস্তা চাল উদ্ধার করে ইউএনও ও পুলিশ। ওইদিন রাতেই বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র মহিলা ইউপি সদস্য ও তার স্বামীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন। এর জের ধরেই দুই ডিলার আমিরুল ইসলাম ও আব্দুর রশিদের ডিলারশিপ বাতিল করা হয়।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনটি আমরা হাতে পেয়েছি। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Comments