বিমান চালুর ১ম দিনে ইন্ডিগো, ২য় দিনে এয়ার ইন্ডিয়ায় করোনায় আক্রান্ত যাত্রী শনাক্ত
আকাশ পথে যোগাযোগ চালুর দ্বিতীয় দিনে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে করোনায় আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। ফ্লাইটটির সব যাত্রীকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কলকাতা।
অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করছে ভারত। তারই অংশ হিসেবে গত সোমবার বিমান পরিষেবা চালু করা হয়। প্রথম দিনে ৩৯ হাজার যাত্রী ভ্রমণ করেন। ওই দিন ইন্ডিগো বিমানের এক যাত্রীর শরীরে করোনা ধরা পড়ে। ২৩ বছর বয়সী ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফ্লাইটে ৯০ জন যাত্রীর প্রত্যেকের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেও সতর্কতার অংশ হিসেবে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
মঙ্গলবার দিল্লি থেকে লুধিয়ানা যাবেন বলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওঠেন অ্যালায়েন্স এয়ারের সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় ফ্লাইটের সব যাত্রীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বুধবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
Comments