জীবন বাঁচাতে বন্ধুদের উদ্যোগ ‘অক্সিজেন ফর লাইফ’

(বাম থেকে) ডা. মহিউদ্দিন মাসুম এবং অক্সিজেন ফর লাইফের অন্য দুই সংগঠক। ছবি: সংগৃহীত

কোভিড-১৯ রোগীদের জন্য অতি জরুরি অক্সিজেনের সংকটের মধ্যে বিনামূলে প্রাণ রক্ষাকারী গ্যাসটি সবরাহে চট্টগ্রামে কিছু তরুণের উদ্যোগে চালু হয়েছে অনলাইন ভিত্তিক প্ল্যাটফরম ‘অক্সিজেন ফর লাইফ’ ক্যাম্পেইন। চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছেন তারা।

দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে মঙ্গলবার ‘অক্সিজেন ফর লাইফ’ ক্যাম্পেইন যাত্রা শুরু করেছে।

প্ল্যাটফরমটির অন্যতম সংগঠক ডা. মহিউদ্দিন মাসুম দ্য ডেইলি স্টারকে বলেন, হঠাৎ করে চট্টগ্রামে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। বাজারে কোথাও অক্সিজেন মিলছে না। মিললেও দাম পাঁচ গুণ পর্যন্ত বেশি দাবি করা হচ্ছে। অক্সিজেনের অভাবে বেশ কয়েকজন রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।

এ অবস্থায় আমরা বন্ধুরা মিলে ভাবলাম কিছু একটা করব। প্রায় দুই সপ্তাহর চেষ্টায় আমরা কিছু অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছি। সংগ্রহ বাড়ানোর চেষ্টা চলছে যাতে কোনো মানুষকে আমাদের ফিরিয়ে দিতে না হয়।

‘আমাদের অক্সিজেন পাবার একমাত্র শর্ত হলো চিকিৎসকের ব্যবস্থাপত্র। চিকিৎসকের লিখিত পরামর্শ ছাড়া আমরা অক্সিজেন সরবরাহ করব না। আর অক্সিজেন সিলিন্ডার নেওয়ার সময় বাহককে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে আসতে হবে’, বলেন তিনি।

শুধুমাত্র চট্টগ্রাম শহরে তারা এ সেবা দিচ্ছেন বলে জানিয়েছেন ডা. মাসুম।

অক্সিজেনের জন্য এ দুটো নম্বরে যোগাযোগ করা যাবে— ০১৯৭৩৭৬২৭৮৬, ০১৩০৩৭২০৭২৮। পাশাপাশি ‘অক্সিজেন ফর লাইফ’ সার্চ দিয়ে ফেসবুক পেজের মাধ্যমেও তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago