করোনা আপডেট: ফরিদপুর, চাঁদপুর, ফেনী, রাজশাহী

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ আরও ৯৩ জন, চাঁদপুর জেলায় নতুন করে আরও ৩১ জন ও ফেনীতে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারী আজ মারা গেছেন।
আজ বুধবার দ্য ডেইলি স্টার স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য জানিয়েছেন।
ফরিদপুরে চিকিৎসক, পুলিশসহ আরও ৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসক, চার স্বাস্থ্য কর্মী ও সাত পুলিশ সদস্যসহ আরও ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত এক হাজার ৯৭১ জনের করোনা শনাক্ত হলো।
আজ ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসক ও চার স্বাস্থ্যকর্মী এবং পুলিশ লাইনস, কোর্ট পুলিশ, কারা পুলিশ ও হাইওয়ে পুলিশসহ মোট সাত পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, জেলা প্রশাসক কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ের একজন করে দুজনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর সদরে ৭৮ জন, নগরকান্দায় নয় জন, ভাঙ্গায় তিন জন, বোয়ালমারীতে দুই জন ও আলফাডাঙ্গায় একজন আছেন বলে জানান তিনি। নতুন শনাক্তদের ২৪ জন নারী ও ৬৯ জন পুরুষ বলেও জানান সিভিল সার্জন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নতুন শনাক্তের মধ্যে সাত জন পুলিশ সদস্য আছেন। একজন কারারক্ষীও আছেন। পুলিশ সদস্যদের সার্বক্ষণিক মাঠে কাজ করতে হয়। এজন্য তাদের মধ্যে আক্রান্তের হারও বেশি বলে তিনি জানান।
চাঁদপুরে আরও ৩১ জনের করোনা শনাক্ত
চাঁদপুর জেলায় নতুন করে আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৯০৫ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। আজ বুধবার চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, আজ জেলার ১৩২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩১টি রিপোর্ট পজিটিভ।
নতুন শনাক্তদের মধ্যে চাঁদপুর সদরে আছেন ১৪ জন, মতলব উত্তরে তিন জন, ফরিদগঞ্জে পাঁচ জন, শাহরাস্তিতে একজন, হাজীগঞ্জে একজন, কচুয়ায় তিন জন, হাইমচরে দুই জন ও মতলব দক্ষিণে দুই জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত শনাক্ত ৯০৫ জনের মধ্যে ৫৮ জন মারা গেছেন।
ফেনীতে আরও ১৪ জনের করোনা শনাক্ত
ফেনীতে নতুন করে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৫২ জনে। আজ বুধবার ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলার আছেন চার জন, সোনাগাজীর সাত জন ও ছাগলনাইয়ার তিন জন।
তিনি আরও জানান, করোনা আক্রান্ত ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেনসহ ১৮ জনকে ঢাকাসহ অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত ১২ জন ফেনী জেনারেল হাসপাতাল ও দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন এবং অন্যরা স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় এ পর্যন্ত শনাক্ত ৮৫২ জনের মধ্যে ৫০১ জন সুস্থ হয়েছেন এবং ১৭ জন মারা গেছেন।
করোনা উপসর্গ নিয়ে রাবি ল্যাব সহকারীর মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে আজ ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের এক ল্যাব সহকারী মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তিনি মারা যান।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সাইফুল জানান, ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা, তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। তবে, করোনা আতঙ্কে তাকে হাসপাতালে নেওয়া হয়নি। গত সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে হাসপাতালে নেওয়া হয়।
Comments