বিশেষ জয়ের সব কৃতীত্ব ‘বিশাল হৃদয়’ গ্যাব্রিয়েলের: হোল্ডার
চোটের কারণে ইংল্যান্ড সফরে প্রাথমিক দলেই ছিলেন না পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ফিটনেসে অভাবনীয় উন্নতি করে পরে দলে আসেন, দারুণ বল করে সেই গ্যাব্রিয়েলই প্রথম টেস্ট জয়ের নায়ক। গতিময় গ্যাব্রিয়েলের জন্য তাই কোন প্রশংসাই যথেষ্ট মনে হচ্ছে না অধিনায়ক জেসন হোল্ডারের।
রোববার সাউদাম্পটনে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন গ্যাব্রিয়েল।
ম্যাচের শুরুতেই ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল। তার বানানো চাপের মঞ্চ পেয়ে হোল্ডার ধসিয়ে দেন প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে তো রাজা গ্যাব্রিয়েলই। ৭৫ রানে ৫ উইকেট নিয়ে নাগালের মধ্যে আটকে রাখেন ইংল্যান্ডকে।
ভীষণ দরকারি সময়ে ব্রেক থ্রো দিয়ে দলের জেতার পথ তিনিই করে দেন সুগুম। ম্যাচ শেষে তাই স্বাভাবিক কারণেই হোল্ডারের মুখে গ্যাব্রিয়েলের স্তুতি, ‘শ্যানন যা করেছে তাতে মোটেও অবাক হইনি। শ্যানন এমন একজন যে এরকম দারুণ কিছু করে থাকে। তার বিশাল বিশাল হৃদয় আছে, সে অনেক কিছুর ভেতর দিয়ে গেছে।’
‘সে সাফল্য পেতে মরিয়া। তার শরীর ঠিকমত সায় দিচ্ছিল না, তবু সে ফিট হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য গতিময় বোলিং করেছে।’
‘এই টেস্টের প্রতি মুহুর্তের সাফল্যের জন্য ওর কৃতীত্ব আছে। ওর জন্য আমি খুবই খুশি।’
চোটের কারণে গত বছর অনেক খেলা মিস করেছেন গ্যাব্রিয়েল। বারবার চোটগ্রস্ত হওয়ায় জমছিল হতাশা। সব কাটিয়ে তিনি রাজার মতো ফিরতে পারবেন এই বিশ্বাস ছিল হোল্ডারদের, ‘তার পুনর্বাসনের সময় আমরা খোঁজ খবর নিয়েছি। একটা পর্যায়ে সে হতাশ হয়ে পড়েছিল।’
‘আমরা সবাই জানতাম যখন শ্যানন ফিট ও সুস্থ থাকবে সে হবে ভীষণ কার্যকর। যার প্রমাণ মিলেছে।’
টেস্টের বেশিরভাগ সময় প্রভাব ওয়েস্ট ইন্ডিজের থাকলেও একটা পর্যায়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে জ্যাক ক্রাউলি আর বেন স্টোকস পেয়েছিল বড় জুটি। এই সময় জেতার আশা ফিকে হতে বসেছিল বলে মনে করেছিলেন হোল্ডারও, ‘স্টোকস ও জ্যাক (ক্রাউলি) যখন ব্যাট করছিল, মনে হচ্ছিল জেতার আশা কমে গেল আমাদের। কিন্তু এও জানতাম ওখান থেকে হারছিও না। তবে কেবল হার এড়ানোই নয়, আমরা জিততে চেয়েছ। আমরা জানতাম এই জয় আমাদের জন্য কতটা দরকার। বোলার ফিল্ডাররা সবটুকু উজাড় করে দিয়েছে।’
হোল্ডার গুরুত্ব সময়ে এসে স্টোকসকে আউট করে ভাঙেন এই জুটি। পরে গ্যাব্রিয়েল আর আলজেরি জোসেফ মিলে টপাটপ তুলে ফেলেন আরও ৩ উইকেট, ‘ওদের দ্রুত দুই তিন উইকেট পড়ার পরই আমরা টের পাচ্ছিলাম স্পেশাল কিছু হয়ত আসবে। পরে স্রেফ নিজেদের কাজটুকু করেছি।’
ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাঠে আগেও হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দেশের বাইরে সবচেয়ে বেশিই জিতেছে এদের সঙ্গে। তবে সাম্প্রতিক সময়, মহামারির স্থবিরতার পর ক্রিকেট ফেরার অন্যরকম পরিস্থিতিতে জিততে পারা আলাদা হোল্ডারের কাছে, ‘এটা বিশাল জয়। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে হারানো একেবারেই সহজ না। ২০১৭ সালে আমরা ওদেরকে হারিয়েছিলাম, সেই স্বাদ আমাদের জানা আছে। তবে ইংল্যান্ড নিজেদের মাঠে অনেক শক্তিশালী। তাদের হারাতে পেরে আমরা গর্বিত।’
Comments