সাইবার প্রতারণার অভিযোগে দুই নাইজেরিয়ানসহ গ্রেপ্তার ৩

সাইবার প্রতারণার অভিযোগে নাইজেরিয়ার দুই নাগরিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ।
সিটিটিসি ইউনিটের সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার নিরাপত্তা অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ১০ টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সিটিটিসি, ডিএমপির সাইবার অপরাধ তদন্ত বিভাগ অনলাইন প্রতারণার অভিযোগে দুই নাইজেরিয়ানসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।’
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন: আলবার্ট ইকেচুকু (৩১), ওকেচুকু ক্রিস্টিয়ান (২৮) ও নুপুর খাতুন (২৩)।
সে সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডিসহ বিভিন্ন ডিজিটাল আলামত, মোবাইল ফোন, ল্যাপটপ ও প্রচুর ব্যাংক স্লিপ উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
‘অভিযুক্তরা গত দুই বছরে এক কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছে’ উল্লেখ করে পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এ বিষয়ে পল্লবী থানায় সাইবার আইনে মামলা রুজু করা হয়েছে।’
তাদের বিরুদ্ধে আজ ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে, বলেও জানান তিনি।
Comments