স্কুলে করোনা সংক্রমণ কম: ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ
ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্কুলে করোনার সংক্রমণ ও প্রার্দুভাব তুলনামূলক কম।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনে স্কুল খোলার পর গ্রীষ্মকালীন ছুটির আগ পর্যন্ত প্রি-স্কুল ও প্রাইমারি স্কুলগুলোতে সংক্রমণের হার ছিল ০ দশমিক ০১ শতাংশ। এই সময়ে প্রায় ১০ লাখ শিশু স্কুলে গিয়েছে। করোনা আক্রান্ত হয়েছে ৭০টি শিশু ও ১২৮ জন কর্মচারী।
পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) জানায়, একই সময়ে পুরো ইংল্যান্ডে ২৫ হাজার ৪৭০ জন করোনা আক্রান্ত হয়।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও সেন্ট জর্জ ইউনিভার্সিটির গবেষকরা জানান, শিশুরা স্কুলের তুলনায় বরং বাড়িতেই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা উপদেষ্টা অধ্যাপক ক্রিস হুইটি জানান, কোভিড-১৯ এ শিশুদের গুরুতর অসুস্থ ও মারা যাওয়ার সম্ভাবনা অবিশ্বাস্য রকমের কম। কিন্তু, পড়াশোনা থামিয়ে দিলে শিশুরা দীর্ঘকালীন ক্ষতিতে পড়বে।
পিএইচই জানায়, যেসব অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি সেসব জায়গায় ব্যাপক প্রার্দুভাবের সম্ভাবনা আছে। সেইসব হটস্পট এলাকার স্কুলগুলোতেই মূলত শিক্ষার্থীদের মধ্যে করোনা ছড়িয়েছে।
Comments