পাটুরিয়াঘাটে ফেরি পারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি
পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়াঘাটে আটকা পড়েছে চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী গাড়ি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউচিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে মূল চ্যানেল থেকে উজানের দিকে প্রায় দুই কিলোমিটার ঘুরে দৌলতদিয়া ঘাটে যেতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পারপারে সময় বেশি লাগায় ফেরির ট্রিপের সংখ্যা কমে গেছে। যাত্রীবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এ কারণে ঘাট এলাকায় ছোট গাড়ি ও বাসের তেমন চাপ না থাকলেও আটকা পড়েছে চার শতাধিক পণ্যবাহী ট্রাক।’
‘অন্তত একশত যাত্রীবাহী গাড়ি ফেরি পারের অপেক্ষায় রয়েছে,’ উল্লেখ করে তিনি বলেন, ‘তবে তা চলমান অবস্থায় আছে। ১৬টি ফেরি চলাচল করছে। যাত্রীবাহী গাড়ির চাপ কমলে ঘাটে আটকা পড়া ট্রাকগুলোকে পর্যায়ক্রমে পার করা হবে।’
শিবালয়ের বরংগাইল হাইওয়ে থানার ইনচার্জ বাসুদেব সিনহা ডেইলি স্টারকে বলেন, ‘পাটুরিয়াঘাট এলাকায় আটকা পড়েছে তিনশত পণ্যবাহী ট্রাক। ঘাট এলাকায় ট্রাকের চাপ এড়াতে পাটুরিয়াঘাট এলাকা থেকে সাত কিলোমিটার দূরে উথুলী সংযোগ সড়কে একশত ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় চাপ কমলে এখান থেকে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো পাঠানো হবে।’
Comments