সাভারে স্কুলছাত্রী নীলা হত্যায় আটক ২
সাভারে স্কুলছাত্রী নীলা রায় (১৪) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন, আব্দুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)। তারা সাভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি এলাকার শাহ সাইদুল আলমের বাড়ির ভাড়াটিয়া। গতকাল রাত সোয়া ৮টার দিকে মানিকগঞ্জের চারীগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।
নীলা রায় স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার স্বজনদের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিজানুর নীলাকে হত্যা করেন। নীলার বাবা গত সোমবার রাতে সাভার থানায় মিজানুর, তার বাবা আব্দুর রহমান ও তার মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৮।
পলাতক মিজানুর রহমান চৌধুরীকে (২১) আটক করতে র্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন জমির উদ্দীন আহমেদ।
Comments