গাজীপুরের শ্রীপুরে পৃথক ২টি ধর্ষণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুলাইদ গ্রাম থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া, শ্রীপুরের সাতখামাইর গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
rape_11.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুলাইদ গ্রাম থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া, শ্রীপুরের সাতখামাইর গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

উভয় ঘটনায় গতকাল রাতে শ্রীপুর থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

মুলাইদে অভিযুক্ত যুবককে আজ দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জানান ওসি।

মামলার বিবরণ ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনের ভাষ্যমতে, পার্শ্ববর্তী টেপিরবাড়ী গ্রামের ভুক্তভোগী নারী তালাকপ্রাপ্তা। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে ১৫ দিন নিজের সঙ্গে রাখে অভিযুক্ত যুবক। পরে মুলাইদ গ্রামের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ভুক্তভোগীকে কাজী নিয়ে আসার মিথ্যা অজুহাতে পালিয়ে যায়। ভুক্তভোগী তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে রোববার রাতে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা করে।

অপরদিকে, গত ২২ মে সাতখামাইর গ্রামের এক কিশোরীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে এক প্রতিবেশী।

ভুক্তভোগীর পরিবার জানায়, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সম্প্রতি তার শারীরিক অবস্থার পরিবর্তন হলে বাবা-মা ও আত্মীয়দের পুরো ঘটনা জানায়।

ওসি খোন্দকার ইমাম জানান, এ ঘটনায় রোববার রাতে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

39m ago