পরশুরাম সীমান্তে নিহত ২ সহোদরের মরদেহ বিজিবিকে হস্তান্তর
ফেনীর পরশুরামে বাংলাদেশ-ভারত সীমান্তে নিহত দুই সহোদর যুবকের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি পরে পরশুরাম থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। সীমান্তের ভারতীয় অংশে মারা যাওয়ায় মরদেহ প্রথমে বিএসএফ নিয়ে গিয়েছিল। বিজিবি ও পুলিশের ধারণা দুই সহোদর বজ্রপাতে মারা গেছেন। ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মরদেহের ময়না তদন্ত হবে।
বিজিবি, পুলিশ ও স্থানীয়রা জানায়, পরশুরামের সীমান্তবর্তী গুথুমা গ্রামের কালাধন সরকারের দুই ছেলে মো. নুরুল কারিম (২৮) ও মো. স্বপন (২৪) আজ ভোরে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন সীমান্তে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তখনই বিএসএফ তাদের নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সীমান্ত চৌকির বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব করে। দুই পক্ষের পতাকা বৈঠকের পর বিএসএফ মরদেহ হস্তান্তর করে।
ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মো. কামরুজ্জামান পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি দুই যুবকের মরদেহ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, বজ্রপাতে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Comments