শীর্ষ খবর

গাজীপুরে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সন্তানকে হত্যা ও ধর্ষণের ধারণকৃত ভিডিওচিত্র প্রকাশের ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাত ১২টার পরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সন্তানকে হত্যা ও ধর্ষণের ধারণকৃত ভিডিওচিত্র প্রকাশের ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাত ১২টার পর কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আজ শুক্রবার কালীগঞ্জ থানার থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমি মামলাটি তদন্ত করছি। ভুক্তভোগী গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াধীন। তার পরিবারের নিরাপত্তা দিতে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে, অভিযুক্ত ফারুক পলাতক আছেন।’

অভিযোগ থেকে জানা গেছে, ২০০৭ সালের রাজধানীতে জমি কিনে দেওয়ার কথা বলে ওই গৃহবধূর কাছ থেকে সাত লাখ টাকা নেয় অভিযুক্ত মো. ফারুক। এরপর থেকে জমি কিনে দেওয়ার প্রতিশ্রুতিতে ফারুক বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাব দিতে থাকে। একপর্যায়ে তার একমাত্র ছেলেকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এভাবে আরও কয়েকবার ভুক্তভোগীকে ধর্ষণ করে ফারুক। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী ধর্ষণের শিকার হন।

গতকাল সন্ধ্যা ছয়টার অভিযুক্ত মো. ফারুক (৪৫) আবারও ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে, ভুক্তভোগীর ছেলে বাড়িতে থাকায় তার প্রতিবাদ ও চিৎকারে ফারুক পালিয়ে যায়। যাওয়ার আগে চারদিনের মধ্যে গৃহবধূক ও তার সন্তানকে গলা কেটে হত্যার হুমকি দিয়ে যায়।

পরে ভুক্তভোগীর ছেলে তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে সংশ্লিষ্টদের কাছে বিচার প্রার্থনা করেন।

ওই গৃহবধূর ছেলে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার মা ও আমি হত্যার ঝুঁকিতে আছি।’

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago