বেনাপোলে ৯টি পিস্তলসহ ইউপি সদস্য আটক

যশোর জেলার বেনাপোলের পুটখালী সীমান্তের কাছে এক ইউপি সদস্যের বাড়ি থেকে নয়টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ইউপি সদস্যকেও আটক করেছে র্যাব।
আজ শুক্রবার যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. এম সরোয়ার হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারত থেকে বিপুল পরিমান অস্ত্রের চালান যশোরে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা আজ দুপুরে পুটখালী ইউপি মেম্বার হবিবর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় নয়টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগজিন জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক হবিবর রহমান পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের পরিষদের একজন সদস্য। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।
লে. এম সরোয়ার বলেন, ‘আটক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।’
Comments