তুরস্কে ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৮৫

পশ্চিম তুরস্কের ইজমির শহরে শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পর ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে তিন বছরের শিশুকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ওই শিশুকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে রয়টার্স।
রয়টার্স জানায়, তুরস্কে ওই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে।
উদ্ধারকর্মীরা আজ ধ্বংসস্তূপ থেকে ওই শিশু এলিফকে বাইরে বের করে আনেন। পরে জরুরিভাবে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।
এর আগে, শনিবার এলিফের মাসহ তার দুই বোন এবং ভাইকে ধ্বংসস্তূপে জীবিত অবস্থায় পাওয়া যায়। তবে, পরে তাদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মেহমেত গুল্লুগ্লু টু্ইটারে লেখেন, ‘ঈশ্বরকে অজস্র ধন্যবাদ। আমরা অ্যাপার্টমেন্ট ব্লক থেকে ছোট্ট এলিফকে উদ্ধার করেছি।’
দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ইজমিরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩। এটি প্রায় গত এক দশকের মধ্যে তুরস্কের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। গ্রিক দ্বীপ সামোসেও দুই কিশোরে মারা গেছে।
কর্তৃপক্ষ আরও জানায়, ইজমিরে মোট ৯৯৪ জন আহত হয়েছে এবং প্রায় ২২০ জনকে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিএনএন তুর্ক জানায়, প্রায় ২০ জন এখনো শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপের আটকে বলে ধারণা করা হচ্ছে।
Comments