‘ব্যর্থতার দায় রিপাবলিকানদের “দুর্বল” সমর্থন’

Trump with sons.jpg
দুই ছেলে ডন ও এরিকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। নির্বাচনের লড়াইয়ে বাবার এ ব্যর্থতার জন্য রিপাবলিকানদের দায়ী করলেন ট্রাম্পের দুই ছেলে ডন ও এরিক।

বিবিসি জানায়, ট্রাম্পের বড় ছেলে ডন জুনিয়র রিপাবলিক পার্টিকে ‘দুর্বল’ বলে অভিযোগ করেছেন। তার ভাই এরিক পার্টির নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদের ভোটাররা আপনাদের এ দুর্বলতা কখনই ভুলতে পারবে না!’

দুই ভাইয়ের এমন বক্তব্য ট্রাম্প-সমর্থক এবং দলের মধ্যে উদীয়মান বিভেদেরই বহিঃপ্রকাশ।

নির্বাচনের ফলাফল এখনো চূড়ান্ত না হলেও, ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে আছেন।

কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প ভোট গণনা প্রক্রিয়াকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি করবেন বলে প্রতিশ্রুতি দেওয়ার পর, উটাহ রাজ্যের সিনেটর মিট রমনি ও মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগানের মতো প্রবীণ রিপাবলিকান গণতান্ত্রিক প্রক্রিয়াকে হেয় না করতে তাকে সতর্ক করেছেন।

ট্রাম্পের বড় ছেলে ডন জুনিয়রের ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ আছে বলে মনে করা হয়। তিনি টুইটারে লিখেছেন, ‘এমন দুর্বল কার্যক্রম বিস্ময়কর। ২০২৪ এর জন্য রিপাবলিকানরা আশাবাদী।’

তিনি বলেন, ‘লড়াইয়ের ইচ্ছা ও সক্ষমতা দেখানোর জন্য তাদের কাছে প্ল্যাটফর্ম আছে। কিছু তারা মিডিয়ার ভয়ে ভীত। চিন্তা করবেন না, ডোনাল্ড ট্রাম্প লড়াই করবে এবং তারা যথারীতি তা দেখতে পাবে!’

মাইক সের্নোভিচ যিনি ২০২৪ সালের জন্য লড়বেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে, তার উদ্দেশ্যে ডন এ টুইটটি করেন। সের্নোভিচ এর আগে ট্রাম্পের নিয়োগকৃত জাতিসংঘ রাষ্ট্রদূত নিক্কি হ্যালির সমালোচনা করেছিলেন।

টুইটে ডন আরও বলেন, ‘রিপাবলিকানরা কয়েক দশক ধরে দুর্বল হয়ে আছে। এতে বামপন্থিরা তাদের অবস্থান করে নিয়েছে।’

এদিকে, তার ভাই এরিক টুইট করেন, ‘রিপাবলিকানরা কোথায়! মেরুদণ্ড নিয়ে দাঁড়ান। এই জালিয়াতির বিরুদ্ধে লড়াই করুন। ভোটাররা আপনাদের দুর্বলতা কখনো ভুলবে না!’

দুই ছেলে বাবার সমর্থনে সোচ্চার রিপাবলিকানদের নাম উল্লেখ করে তাদের প্রশংসা করেন।

গত চার বছরে ট্রাম্প রিপাবলিকান পার্টিকে তার ইচ্ছায় চালাতে সক্ষম হয়েছেন। এবারের নির্বাচনে দলীয় ইশতেহারকে বাতিল করে প্রেসিডেন্টের ‘আমেরিকা-ফার্স্ট এজেন্ডা’কে সমর্থন করতে বলা হয়।

আরও পড়ুন:

পেনসেলভেনিয়ায় ট্রাম্পকে পেছনে ফেললেন বাইডেন

ফিলাডেলফিয়ায় ভোট গণনা কেন্দ্রে হামলার পরিকল্পনা, তদন্তে নেমেছে পুলিশ

জর্জিয়া ও পেনসেলভেনিয়াতে হারলে ট্রাম্পের সম্ভাবনা শেষ

২৪ ঘণ্টায় ট্রাম্পের ১৬ টুইট, ৭টিই ‘বিভ্রান্তিকর’

ফিলাডেলফিয়ার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ

জর্জিয়ায় ৯১৭ ভোটে এগিয়ে বাইডেন: এপি

‘মিথ্যা’ দাবি, ট্রাম্পের সংবাদ সম্প্রচার বন্ধ করে দিলো ৩ টিভি চ্যানেল

‘সহিংস’ বক্তব্যের কারণে ট্রাম্প সমর্থকদের গ্রুপ সরিয়ে ফেলেছে ফেসবুক

হোয়াইট হাউসের আরও কাছে বাইডেন

Comments

The Daily Star  | English

US bomber jets leave UK base; Iran launches 'Fattah-1 missiles' towards Israel

Israel and Iran attacked each other for a sixth straight day on Wednesday, and Israeli air power reigns over Iran, but needs US for deeper impact

9h ago