শার্শায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চন্দন কাঠ জব্দ
যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে দেড় কোটি টাকা মূল্যের এক ট্রাক ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে ১ টন ৪০ কেজি ওজনের এ চালানটি জব্দ করা হয়। জব্দকৃত চন্দন কাঠের মূল্য এক কোটি ৫৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে জানান, সাতক্ষীরা থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠ ট্রাকে করে পাচার হয়ে ঢাকায় যাচ্ছে— এমন গোপন সংবাদ পেয়ে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান আটকানো হয়। পরে, ওই ভ্যানটিতে তল্লাশি করে এক টন ৪০ কেজি ওজনের চন্দন কাঠ জব্দ করা হয়। ভ্যানটির চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় বিজিবি।
Comments