বসেছে ৩৮তম স্প্যান

পদ্মা সেতুর ৫৭০০ মিটার দৃশ্যমান, স্প্যান বাকি আর ৩টি

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৮তম 'ওয়ান-এ' স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৭০০ মিটার। বাকি আছে আর তিনটি স্প্যান বসানোর কাজ। যা হলে আরও ৪৫০ মিটার দৃশ্যমান হবে।
পদ্মা সেতুতে আজ শনিবার বসানো হয়েছে ৩৮তম স্প্যান | এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৫৭০০ মিটার। ছবি: স্টার

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৮তম 'ওয়ান-এ' স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৭০০ মিটার। বাকি আছে আর তিনটি স্প্যান বসানোর কাজ। যা হলে আরও ৪৫০ মিটার দৃশ্যমান হবে।

শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে স্প্যানটি বসানো হয় বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।

ভোর থেকেই পদ্মার আকাশ ছিল মেঘলা। কখনও গুড়ি গুড়ি। দুপুর হলেও কুয়াশার উপস্থিতি ছিল। ঠিক এমন আবহাওয়া পরিস্থিতিতে শিডিউল অনুযায়ী স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়।

সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা দেয়। প্রায় ৩০ মিনিট পর কাঙ্ক্ষিত পিলারের কাছে পৌঁছে ৩ হাজার ৬০০ টন সক্ষমতার ক্রেনটি।

প্রকৌশলীরা জানান, এক সপ্তাহ আগে থেকেই ভাসমান ক্রেনটির অবস্থান করার জন্য ড্রেজিং করে পর্যাপ্ত গভীরতা আনা হয়। এছাড়া পাড়ের মাটির অংশ কেটে ফেলা হয়।

পদ্মা সেতুতে ৪২টি পিলারে বসানো হবে ৪১টি স্প্যান। ৩৭ তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় আজ বসানো হলো এই স্প্যানটি। গেল মাসে চারটি স্প্যান বসানো সম্ভব হয়েছে, চলতি মাসে আরোও একটি স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকৌশলীরা।

মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

আরও পড়ুন-

পদ্মা সেতুতে বসছে ৩৮তম স্প্যান

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

39m ago