ইয়াবাসহ আটক যুবলীগ নেতার হুমকি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের জিডি
মাদকসহ আটক যুবলীগ নেতার কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে চাঁদপুর মডেল থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রোববার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসময় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় একটি দল চাঁদপুর সদরের বালিয়া গ্রামের লিটন শেখের বাড়ি সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. জহির মিজিকে (৩৫) ৪২০ পিস ইয়াবাসহ আটক করে। এসময় জহির মিজির বাবা ও ছোট ভাই জাহিদ মিজিসহ ১০-১৫ জন মিলে সরকারি কাজে বাধা দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে জহির মিজি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন। তার এক ভাই সাংবাদিক জানিয়ে জহির মিজি হুমকি দিয়ে বলেন, আমাকে মেরে ফেলেন। না হলে আমি জেল থেকে বেরিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সবাইকে গুলি করে মেরে ফেলব।’
তিনি বলেন, ‘আসামির কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে আমরা নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, ‘আসামি জহিরের বিরুদ্ধে থানায় এর আগে কোনো মাদক মামলা আছে কি না, তা আমাদের দেখতে হবে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনকে হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।’
Comments