আবারও ইনজুরিতে দেম্বেলে
বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই ইনজুরির সঙ্গেই বসবাস উসমান দেম্বেলের। নিয়মিত শিরোনাম হচ্ছেন চোটের কারণে। অনেকে তাকে চলন্ত হাসপাতাল বলেও ডাকেন। এবার আরও একবার ইনজুরিতে পড়েছেন এ ফরাসি তারকা। হ্যামস্ট্রিংয়ের চোটে জুভেন্টাসের বিপক্ষে তাকে পাচ্ছে না দলটি।
গত মৌসুমে এই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই অধিকাংশ সময় ছিলেন মাঠের বাইরে। আবারও সেই হ্যামস্ট্রিংয়ের চোটেই ছিটকে গেছেন তিনি। আগের দিন রোববার এক বিবৃতিতে তার ডান ঊরুর চোটের বিষয়টি জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। তবে সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানায়নি ক্লাবটি।
সব প্রতিযোগিতা মিলে এ মৌসুমে মোট ১২ ম্যাচে মাঠে নেমেছেন দেম্বেলে। শনিবার লা লিগায় কাদিজের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হারা ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। দেম্বেলে ছাড়াও বার্সার আরও অনেক তারকা খেলোয়াড়ই ইনজুরিতে মাঠের বাইরে আছেন। জেরার্দ পিকে, সের্জি রবার্তো ও আনসু ফাতির মতো খেলোয়াড় রয়েছেন এ তালিকায়।
আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে খেলবে বার্সেলোনা। দেম্বেলের না থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য। ২০০২-০৩ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ফের ছয়টি ম্যাচের ছয়টিতেই জয় পাওয়ার খুব কাছাকাছি রয়েছে কাতালান দলটি।
২০১৭ সালে নেইমার দল ছাড়ার পর তখন তড়িঘড়ি করে বরুসিয়া ডর্টমুন্ড থেকে দেম্বেলেকে কিনে আনে বার্সেলোনা। ক্লাবের হয়ে সেটা ছিল তখন সর্বোচ্চ সাইনিংয়ের রেকর্ড। ৯৬.৮ মিলিয়ন পাউন্ডের সঙ্গে আরও অতিরিক্ত ৩৫ মিলিয়ন পাউন্ড খরচ হয় তাদের। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৩৭২ কোটি টাকা।
তবে এতো অর্থ খরচ করে আনা এ খেলোয়াড় সবমিলিয়ে বার্সেলোনার জার্সিতে মোট ৮৬টি ম্যাচ খেলেছেন। আর এর সিংহভাগ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারেননি দেম্বেলে। হয় বদলী নেমেছেন অথবা বদলি হয়েছেন অল্পতেই। সব মিলিয়ে বার্সার জার্সিতে তার গোল সংখ্যা ২৩টি।
Comments