এমবাপের রিয়ালে খেলার ইচ্ছা রয়েছে: সুকার
নিজ মুখে হয়তো বলেননি, তবে রিয়াল মাদ্রিদে যে কিলিয়ান এমবাপে খেলতে চান, এ গুঞ্জন প্রায় সর্বজন স্বীকৃত। এ নিয়ে অনেকবারই সংবাদ শিরোনাম হয়েছেন এ তরুণ। আর এটা যে একেবারেই গুঞ্জন নয় তা জানিয়েছেন সাবেক ক্রোয়েশিয়ান ফুটবলার দেভর সুকার। এমবাপেকে রিয়াল খেলতে ইচ্ছুক বলে জানিয়েছেন দলটির সাবেক এ ফরোয়ার্ড।
সম্প্রতি বিইন স্পোর্টস ফ্রান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৮ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এ তারকা বলেছেন, 'ফুটবলে বর্তমানে অনেক টাকা, তবে সে সকল খেলোয়াড়দের ক্ষুধা নেই তারা সফল হতে পারে না। আপনাকে অবশ্যই এমন একজন খেলোয়াড়কে খুঁজে বের করতে হবে যে ক্ষুধার্ত। এবং আমার মনে হয় (কিলিয়ান) এমবাপের রিয়াল মাদ্রিদে খেলার ইচ্ছা রয়েছে।'
এমবাপের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থেকেই এ কথা বলেছেন ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রিয়াল খেলা এ ফুটবলার, 'আমি কোনো প্রতিনিধি নই এবং খেলোয়াড় আমার কাছে যা বলেছে আমি কেবল সে সম্পর্কেই কথা বলতে পারি।'
বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়ই মানা হয় এমবাপেকে। এ খেলোয়াড়কে পেতে মুখিয়ে আছে অনেক ক্লাবই। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তো সেই ২০১৮ বিশ্বকাপে তার অসাধারণ নৈপুণ্য দেখে পাওয়ার চেষ্টায় ছুটছে। অন্যদিকে তাকে ধরে রাখতে চেষ্টার ত্রুটি করছে না বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)। প্রতি দিনই নিত্য নতুন গুঞ্জন উঠে আসছে। তবে এখনও চুক্তি আলোর মুখ দেখেনি।
অবশ্য দুদিন আগেই টেলিফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এমবাপের বাবা, 'এটা তাকে বিরক্ত করতে পারে না কারণ সে এখন একটি দুর্দান্ত ক্লাবে খেলছে এবং তার চারপাশে দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে। এটা তাকে তার স্বপ্ন এবং তার উচ্চাকাঙ্ক্ষার কাছাকাছি যেতে সাহায্য করছে।'
Comments