খালেদা, তারেক, ফখরুল, বাবুনগরীর বিরুদ্ধে মামলা খারিজ
ভাস্কর্যবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মোহাম্মদ মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ আদেশ দেন। গতকাল জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী দণ্ডবিধির ৫০০/৫০৬/৪২৭/১০৯ ধারায় অভিযোগ এনে মামলাটি করেছিলেন। আদালত বাদির বক্তব্য শুনে আজ আদেশ দেবেন বলে জানিয়েছিলেন।
ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়া হেফাজত নেতা এবং জোটগত রাজনীতির মাধ্যমে পৃষ্ঠপোষকতার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুলকে আসামি করা হয়। মামলার আরজিতে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এক আলোচনা সভায় আসামি মামুনুল হক ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছেন। আর জুনায়েদ বাবুনগরী গত ২৭ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে এক সভায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দেন। এ ছাড়া, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটি জনসভায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দেন সৈয়দ ফয়জুল করীম। এর আগে, খালেদা জিয়া শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর হুমকি দিয়েছিলেন।
আরও পড়ুন--
খালেদা, তারেক, ফখরুল, বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে মামলা
Comments