চট্টগ্রামে বিচারকের ওপর হামলার প্রতিবাদ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের
চট্টগ্রামে যুগ্ম মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিনের ওপর গত ৯ ডিসেম্বর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় বিজেএসএ।
গতকাল বৃহস্পতিবার বিজেএসএর এক ভার্চুয়াল সভায় ওই হামলার ঘটনার তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় এবং আহত বিচারকের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
এ বিষয়ে শিগগির ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সেসময় বিজেএসএর সভাপতি এবং ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং মহাসচিব এবং আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের মহাসচিব বিকাশ কুমার সাহা আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ৯ ডিসেম্বর পতেঙ্গায় রাস্তায় উল্টো দিক থেকে কিছু মোটরসাইকেল চলাচলের প্রতিবাদ করেন চট্টগ্রামের যুগ্ম-মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিন। সেসময় তাদের কয়েকজন তার ওপর হামলা করে এবং তাকে মারধর করে। এতে তার একটি হাত ভেঙে গেছে।’
Comments